নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন, অক্ষত আছেন যাত্রীরা। শনিবার কানস্রো এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই ট্রেনের সি-৪ কামরায় আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেন থানিয়ে দেন চালক। লোকো পাইলট, রেল কর্মী ও রাজাজি টাইগার রিজার্ভের কর্মীরা এসে সাহায্য করসূত্রের খবর শনিবার দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ হঠাৎই এই আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। এরপর দ্রুততার সাথে যাত্রীদের সরিয়ে নিয়ে যায়। কোনো যাত্রী আহত বা ক্ষতিগ্রস্ত হননি। ট্রেনে যাতে আর কোনো কামরায় এই আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য এই কামরাটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়।
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন, অক্ষত আছেন যাত্রীরা। শনিবার কানস্রো এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই ট্রেনের সি-৪ কামরায় আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেন থানিয়ে দেন চালক। লোকো পাইলট, রেল কর্মী ও রাজাজি টাইগার রিজার্ভের কর্মীরা এসে সাহায্য করসূত্রের খবর শনিবার দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ হঠাৎই এই আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। এরপর দ্রুততার সাথে যাত্রীদের সরিয়ে নিয়ে যায়। কোনো যাত্রী আহত বা ক্ষতিগ্রস্ত হননি। ট্রেনে যাতে আর কোনো কামরায় এই আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য এই কামরাটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়।

No comments:
Post a Comment